ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

দুয়ার খুলল ঐতিহ্যবাহী সোনাদীঘি জামে মসজিদের 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
দুয়ার খুলল ঐতিহ্যবাহী সোনাদীঘি জামে মসজিদের 

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে পুনঃনির্মিত ও আধুনিকায়নকৃত ঐতিহ্যবাহী সোনাদীঘি জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) বাদ যোহর আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করে সোনাদীঘি জামে মসজিদের উদ্বোধন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।



পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় রাজশাহী সিটি করপোরেশনের পুরাতন নগর ভবন ভেঙে সেখানে ১৬ তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন সিটি সেন্টার নির্মাণ করা হচ্ছে। সেই প্রকল্পের অংশ হিসেবে ঐতিহ্যবাহী সোনাদীঘির দক্ষিণ অংশে পুরাতন মসজিদ ভবনের স্থানে নতুন মসজিদ নির্মাণ কাজ শেষ হয়েছে। তিনতলা বিশিষ্ট সুদৃশ্য এই মসজিদে দুটি মিনার করা হবে ইতোমধ্যে অজুখানা নির্মাণ কাজ শেষ হয়েছে। সোনাদিঘী মসজিদে একসঙ্গে চার শতাধিক মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন।

অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জানে আলম, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, সম্পত্তি কর্মকর্তা মতিউর রহমান, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার পরাগ, ইমাম ক্বারী মামুন উর রশীদসহ মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।