ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

কাগতিয়া কামিল মাদরাসার ৮৮তম জলসা অনুষ্ঠিত

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
কাগতিয়া কামিল মাদরাসার ৮৮তম জলসা অনুষ্ঠিত

দ্বীনি ইলম চর্চার অন্যতম সেরা শিক্ষানিকেতন কাগতিয়া কামিল এম.এ. মাদরাসার ৮৮তম সালানা জলসা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টা হতে প্রতিষ্ঠানের বায়েজিদ মহানগর ক্যাম্পাসের সামনের মাঠে এ জলসা অনুষ্ঠিত হয়।

 

জলসায় বক্তারা বলেন, প্রতি বছর এ মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য ঈর্ষণীয়। সুবিশাল ক্যাম্পাস, সুনিবিড় পরিবেশ, সুদৃঢ় ব্যবস্থাপনা, দৃষ্টিনন্দন একাডেমিক ভবন, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, সুদক্ষ শিক্ষক প্যানেল এই মাদরাসাকে করেছে অন্যসব শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে অনন্য।  

তারা বলেন, বর্তমান অধ্যক্ষ মোর্শেদে আজম মাদ্দাাজিল্লুহুল আলীর সুদক্ষ পরিচালনায় এ মাদরাসা দিন দিন উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে। কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা বহির্বিশ্বেও পরিচিতি লাভ করেছে।

জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা জলসায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন-অর রশীদ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ার‌্যম্যান প্রফেসর এ.কে.এম ছায়েফ উল্যা, মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ-কানাডা শাখার সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ কায়কোবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. জালাল আহমদ, নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মুছলেহউদ্দীন আহমদ মাদানী, রাঙ্গুনিয়া আলমশাহপাড়া মাদরাসার অধ্যক্ষ মীর মুহাম্মদ জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান খাঁন, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সরওয়ার কামাল, মো. দেলওয়ার হোসেন খাঁন প্রমুখ।  

জলসায় বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ ফোরকান।

মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরিফের প্রতিষ্ঠাতা শায়খ সৈয়দ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।