ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ইসলাম

বিশ্ব ইজতেমায় জুমার নামাজ দেড়টায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
বিশ্ব ইজতেমায় জুমার নামাজ দেড়টায়

গাজীপুর: শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টায় খুতবা শুরু হবে।

এরপর জুমার নামাজ অনুষ্ঠিত হবে। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে দেশের সর্ববৃহৎ জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা জোবায়ের আহমেদ।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশের সর্ববৃহৎ জুমার নামাজে অংশ নিতে সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা তুরাগ তীরে ইজতেমার ময়দানে আসতে শুরু করেন। এর আগে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলের মধ্যেই মুসল্লিদের আগমনে পরিপূর্ণ হয়ে যায় ইজতেমা ময়দান। সর্ববৃহৎ এ জুমার নামাজ আদায় করতে অনেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও কামারপাড়া সড়কে অবস্থান নিয়েছেন। বিভিন্ন বয়সের মুসল্লি একত্রিত হয়ে এ বৃহৎ জুমার নামাজ আদায় করবেন। মুসল্লিরা পলিথিন, কাগজ, চট বিছিয়ে ইজতেমা ময়দানে বিভিন্ন কলকারখানার ছাদ ও সড়ক-মহাসড়কে অবস্থান নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৪
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।