ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

না.গঞ্জে রমজানের প্রথম জুমায় মসজিদ ছাড়িয়ে সড়কে মুসল্লিদের ঢল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
না.গঞ্জে রমজানের প্রথম জুমায় মসজিদ ছাড়িয়ে সড়কে মুসল্লিদের ঢল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজের দিন শহরের মসজিদগুলোতে মুসল্লিদের ঢল দেখা গেছে।  

শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের সময় শহরের নূর মসজিদ, ডিআইটি জামে মসজিদ, চাষাঢ়া রেললাইন মসজিদ, মাসদাইর সিটি করপোরেশন কেন্দ্রীয় জামে মসজিদ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

 

শহরের প্রায় প্রতিটি মসজিদ নামাজের আগেই পূর্ণ হয়ে ওঠে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে। নামাজ শুরুর আগে মসজিদগুলোর ছাদ পূর্ণ হয়ে সামনের সড়কে চলে আসে মুসল্লিদের নামাজের সারি।  

শহরের চাষাঢ়া নূর মসজিদে নামাজ আদায় করতে আসা ফারহান বলেন, আজ পবিত্র মাহে রমজানের রহমতের ১০ দিনের প্রথম জুমার নামাজ। বাবা-ভাইয়ের সঙ্গে মসজিদে এসেছি নামাজ আদায় করতে।  

নূর মসজিদের সামনের সড়কে নামাজ আদায় করা আজমত উল্লাহ বলেন, সকালে কিছু কাজ শেষে করে মসজিদে আসতে একটু দেরি হয়ে গেছে। মুসল্লিদের উপস্থিতি আজ অনেক বেশি তাই মসজিদে স্থান সংকুলান হয়নি। সড়কে নামাজ আদায় করতে হচ্ছে। সমস্যা হচ্ছে না, মসজিদ থেকে সুব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।