ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

ইসলাম

বসুন্ধরা আবাসিক এলাকায় ঈদের প্রথম জামাত সকাল ৭টায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
বসুন্ধরা আবাসিক এলাকায় ঈদের প্রথম জামাত সকাল ৭টায় ফাইল ফটো

ঢাকা: প্রতি ঈদের মতো এবারও রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় পবিত্র ঈদুল আজহার নামাজের জামাতের আয়োজন করা হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকায় ঈদুল আজহার ছয়টি জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত হবে মারকাজুল ফিকরিল ইসলামীতে (বড় মসজিদ) সকাল ৭টায়।

এছাড়া সকাল ৭টা ১৫ মিনিটে বসুন্ধরা সি-ব্লকের উম্মে কুলসুম জামে মসজিদে দ্বিতীয় জামাত, সকাল সাড়ে ৭টায় এফ-ব্লক জামে মসজিদে তৃতীয় জামাত, সকাল ৭টা ৪৫ মিনিটে জি-ব্লকের বায়তুল জান্নাত জামে মসজিদে, একই সময় (সকাল ৭টা ৪৫ মিনিটে) কে-ব্লকের মদিনাতুল উলুম মাদরাসায় ও এন-ব্লকের ফকিহুল মিল্লাত জামে মসজিদে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে রাজধানী ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।