ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় ঈদের এই জামাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. মিজানুর রহমান সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লি এ জামাতে অংশ নেন।
জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংসদ সচিবালয় মসজিদের খতিব ইমাম ক্বারী আবু রায়হান।
ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
এসকে/এইচএ/