ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ঈদ-ই মিলাদুন্নবী ১৪ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৪
ঈদ-ই মিলাদুন্নবী ১৪ জানুয়ারি

ঢাকা: আগামী ১৪ জানুয়ারি মঙ্গলবার সারাদেশে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) পালিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশন জানা, বৃহস্পতিবার ১৪৩৫ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে।

ফলে শুক্রবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে মোতাবেক ১৪ জানুয়ারি পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

বৃহস্পতিবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

হিজরি সনের ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহম্মদ (স.) এর জন্ম ও মৃত্যু দিবসটিকে ঈদ-ই মিলাদুন্নবী হিসেবে পালন করে আসছে মুসলিম সম্প্রদায়। এবছর ১৪ জানুয়ারি, ১২ রবিউল আউয়াল পালিত হবে।
 
চাঁদ দেখা কমিটির সভায়, ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি কাজী হাবিবুল আওয়াল সভাপতিত্ব করেন।

সভায় প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৩
সম্পাদনা: তমাল আবদুল কাইয়ূম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।