ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ইসলামে সাময়িক বিয়ে অবৈধ- সৌদি গ্রান্ড মুফতি

আল আমীন, সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
ইসলামে সাময়িক বিয়ে অবৈধ- সৌদি গ্রান্ড মুফতি

রিয়াদ: ইসলামে সাময়িক বিয়ে অবৈধ উল্লেখ করে এর থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল আশখেইখ।

শুক্রবার রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে জুমার খুৎবায় তিনি এ কথা বলেন।



গ্রান্ড মুফতি বলেন, বিদেশে দালালের মাধ্যমে সাময়িক বিয়েকে প্রতিষ্ঠিত করা হচ্ছে। কিন্তু অস্থায়ী চুক্তিভিত্তিক এ ধরনের বিয়ে ইসলামে বৈধ নয়।

তিনি আরও বলেন,  একটি দালাল চক্র কিছু মুসলিম যুবক যখন ভ্রমণে যায় তখন আইনি বিয়ের নামে এই অস্থায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ করে তাদের প্রতারিত করছে। এই দালাল চক্র এমন নারীদের সঙ্গে তাদের অস্থায়ী বিয়ে দিচ্ছে যাদের আগেই বিয়ে হয়ে গেছে। এ পদ্ধতি মূলত বিবাহের অপব্যবহার। এই দালাল চক্র সাধারণত বিভিন্ন সংস্থার মাধ্যমে বিদেশের কিছু কিছু বিমান বন্দরে তাদের কার্যালয় গড়ে তুলেছে। যারা ভ্রমণরত যুবকদের জন্য অস্থায়ী বিয়ের ফাঁদ পেতে থাকে। বিশেষ করে গরমের ছুটির সময় এই চক্র বেশি সক্রিয় থাকে।

মুফতি বলেন, এ ধরনের কোনো বিয়ে আমাদের ধর্মে বৈধ নয়।  

সূত্র- আরব নিউজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।