বরিশাল: বরিশালে পবিত্র কোরআন শরীফ প্রদান ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলে আল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠান শুরু হয়।
স্টীমার ঘাট জামে মসজিদের খতিব মাওলানা শরফ উদ্দীন বেগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কোরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার।
প্রধান অতিথির তার বক্তব্যে তিনি বলেন, রমজান মাসে পবিত্র কোরআন নাযিল হয়েছে। কোরআনের পবিত্র বাণী পাথেয় করেই আমাদের সব অন্যায় থেকে নিজেকে বিরত রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
আল কোরআন ফাউন্ডেশনের সম্পাদক মাওলানা মো. আ. রব এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ইমাম সমিতির সভাপতি কাজী আব্দুল মান্নান, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদের খতিব সোহরাব হোসেন, ওয়াবদা জামে মসজিদের খতিব মাওলানা আহমাদ আলীসহ অন্যরা।
অনুষ্ঠানে ৫০ জন সাধারণ জনতাকে কোরআন শরীফ দেওয়া হয় ও তিন প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪