ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

লস এঞ্জেলেসে মহিলাদের জন্য প্রথম মসজিদ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
লস এঞ্জেলেসে মহিলাদের জন্য প্রথম মসজিদ ছবি: সংগৃহীত

আমেরিকার লস এঞ্জেলেসে মহিলাদের জন্য প্রথম মসজিদ খুলে দেওয়া হয়েছে। গতকাল (শুক্রবার, ৩০ জানুয়ারি) ভোর থেকে আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে আগত দেড় শতাধিক মহিলা ওই মসজিদে জুমার নামাজ আদায় করেন।

এই মসজিদে শুধু মহিলারা নামাজ আদায় করতে পারবেন। এটা মহিলাদের আলাদভাবে নামাজের জন্য প্রথম মসজিদ। আপাতত এই মসজিদে শুধু সাপ্তাহিক জুমার নামাজ অনুষ্ঠিত হবে।

গতকাল প্রথম জুমায় উপস্থিত মহিলা মুসল্লিদের আলাদা মসজিদ প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। কেউ কেউ সংবাদ মাধ্যমে এটা নিয়ে কথাও বলেন। তারা মনে করছেন, এই মসজিদের পরিবেশে তারা স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারবেন, ইসলামের বিভিন্ন অনুসাশন একান্তভাবে পালন করার পাশাপশি ধর্ম শিক্ষায় মনোযোগী হতে পারবেন। অবশ্য মুসলিম কমিউনিটিতে মহিলাদের আলাদা মসজিদের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। লস এঞ্জেলেসে মহিলাদের পৃথক মসজিদের উদ্বোধনের খবর সংবাদ মাধ্যমগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করে।

-আমেরিকার গুড ম্যাগাজিন অবলম্বনে

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।