ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

৭ মার্চ কাগতিয়া কামিল মাদরাসার সালানা জলসা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
৭ মার্চ কাগতিয়া কামিল মাদরাসার সালানা জলসা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া কামিল এম. এ. মাদরাসার ৮৩তম সালানা জলসা মাদরাসা ময়দানে আগামী ৭ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সালানা জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়াতুল মোদারেরছীনের মহাসচিব আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী।



সালানা জলসায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ তৌহিদ হোসেন চৌধুরী, প্রফেসর ড. মুহাম্মদ আল ফোরকান, প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, অধ্যাপক ড. মুহাম্মদ তৌহিদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কাশেম, সহযোগী অধ্যাপক ড. এনামুল হক মুজাদ্দেদি, এস. এম আবু আহমেদ, মুহাম্মদ আফজাল হোসেন, প্রভাষক মুহাম্মদ সাইদুল ইসলাম সরকার, অধ্যক্ষ প্রফেসর দবির উদ্দিন খান, আলহাজ আবু আহমদ, চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন মুহাম্মদ আরিফ, অধ্যাপক মুহাম্মদ আবুল হাসান ও সহযোগী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম।

জলসায় বক্তব্য রাখবেন আল্লামা মুফতি মুহাম্মদ ইবরাহিম হানফি, আল্লামা মুফতি কাজী মুহাম্মদ অনোয়ারুল আলম ছিদ্দিকি, আল্লামা মুহাম্মদ এমদাদুল হক মুনিরী, আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, মাওলানা মুহাম্মদ সেকান্দর আলী প্রমূখ।

এক বিজ্ঞপ্তিতে সালানা জলসায় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘন্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।