ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

কাগতিয়া মাদ্রাসার সালানা জলসা সম্পন্ন

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
কাগতিয়া মাদ্রাসার সালানা জলসা সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যুগে যুগে আল্লাহতায়ালার একনিষ্ঠ ও নবীপ্রেমিকরা দ্বীন ইসলামের মশালকে প্রজ্জ্বলিত রাখার নিমিত্তে বহুমুখি পদক্ষেপ গ্রহণ করেছেন। তন্মধ্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ গাউছুল আজমের যুগান্তকারী পদক্ষেপগুলো কেয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে।

 

আজ শনিবার (০৭ মার্চ) ঐতিহ্যবাহী কাগতিয়া কামিল এম এ মাদ্রাসার ৮৩তম সালানা জলসায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় মাইক্রো বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আবুল মনছুর এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, কাগতিয়ার বহুমুখি কর্মকাণ্ড দেখলে নিঃসন্দেহে বুঝা যায়, এ সব মহান মোর্শেদ গাউছুল আজমের একনিষ্ঠতার অনন্য নিদর্শন।

সালানা জলসায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স এন্ড ফিশারিজের প্রভাষক মুহাম্মদ সাইদুল ইসলাম সরকার, এলবিয়ন ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মুহাম্মদ নেজাম উদ্দীন, সিলেট এম. সি. কলেজের অধ্যাপক মুহাম্মদ আবুল হাসান, গাছবাড়িয়া সরকারী কলেজ ইংরেজি বিভাগ এর সহযোগী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম, অধ্যাপক অলি আহাদ চৌধুরী ও অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ।

সালানা জলসায় আরও বক্তব্য রাখেন মুফতি মুহাম্মদ ইবরাহিম হানফি, মুফতি আনোয়ারুল আলম ছিদ্দিকী, আল্লামা এমদাদুল হক মুনিরী, আল্লামা আশেকুর রহমান ও মাওলানা মুহাম্মদ সেকান্দর আলী।

সভা শেষে বিশেষ মোনাজাতে মাদ্রাসার উন্নতি ও প্রধান পৃষ্ঠপোষক কাগতিয়ার গাউছুল আজমের দীর্ঘায়ু কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘন্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।