ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুন ৪, ২০১৫
পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি

চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে পবিত্র রমজানুল মোবারক শুরু হতে পারে আগামী ১৯ জুন শুক্রবার থেকে। ইসলামিক ফাউন্ডেশন পবিত্র রমজান মাসে ঢাকা জেলার জন্য সেহরি ও ইফতারের সময়সূচি প্রণয়ন করেছে।



ঢাকা জেলায় পহেলা রমজানের সেহরির শেষ সময় রাত ৩টা ৩৮ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিট।

ইসলামিক ফাউন্ডেশনের প্রদেয় রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচিটি শুধুমাত্র ঢাকা জেলার জন্য প্রযোজ্য।


বি.দ্র. : সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবেহ সাদেকের ৩ মিনিট পূর্বে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্তের শুরু সুবহে সাদেকের ৩ মিনিট পর রাখা হয়েছে। সেহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।
-সূত্র : বাসস

বাংলাদেশ সময়: ২০০৪ ঘন্টা, জুন ০৪, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।