ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ইসলামী লেখক ফোরাম নির্বাচন

সভাপতি এনায়েত, সম্পাদক বাবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জুন ৫, ২০১৫
সভাপতি এনায়েত, সম্পাদক বাবর মুফতি এনায়েতুল্লাহ ও জহির উদ্দিন বাবর

ঢাকা: বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের দ্বিতীয় কাউন্সিলে ২০১৫-১৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি পদে মুফতি এনায়েতুল্লাহ ও জহির উদ্দিন বাবর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

শুক্রবার (০৫ জুন) রাজধানীর পুরানা পল্টনে ঢাকা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে দ্বিতীয় কাউন্সিল ও তৃতীয় সাধারণ সভায় এ কমিটি ঘোষণা দেওয়া হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে সারা দেশ থেকে দুই শতাধিক লেখক অংশ নেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম রব্বানী।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে আবদুল গাফফার এবং কোষাধ্যক্ষ পদে রোকন রাইয়ান নির্বাচিত হয়েছেন।

আর সহ-সভাপতি হয়েছেন সৈয়দ শামছুল হুদা, কাজী আবুল কালাম সিদ্দীক ও মুনীরুল ইসলাম।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক মাসউদুল কাদির ও গাজী মুহাম্মদ সানাউল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন, আতাউর রহমান খসরু, প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ মুকাররম, তথ্যপ্রযুক্তি সম্পাদক আমিন ইকবাল, সাহিত্য সম্পাদক মীর হেলাল, আন্তর্জাতিক সম্পাদক খন্দকার মুজাম্মিল হক, প্রচার ও দফতর সম্পাদক এমদাদুল হক তাসনিম ও প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম আনছারী নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম ইসলামী ধারার তরুণ লেখকদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম। ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই সংগঠনটি যাত্রা শুরু হয়।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
টিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।