ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

ইসলাম

বস্ত্রহীন ও অভাবীদের পাশে কানাডার মুসলমানরা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
বস্ত্রহীন ও অভাবীদের পাশে কানাডার মুসলমানরা

চলতি শীতকালে অভাবগ্রস্ত ও গৃহহীনরা যাতে শীতে কষ্ট না পায়, সেই চিন্তা করে কানাডার নোভা স্কটিয়া প্রদেশের হ্যালিফ্যাক্স শহরের মুসলমানরা গরম কাপড় সংগ্রহ করে দরিদ্রদের মধ্যে বিতরণ করার পরিকল্পনা গ্রহণ করেছে।

‘মানবতার জন্য বস্ত্র’ প্রকল্পের সমন্বয়কারী ‘ইসরাল দুরহালি’ এ ব্যাপারে বলেন, গত বছর শীতকালে গরম কাপড় না থাকার জন্য অনেক অভাবী মানুষ ঠাণ্ডায় তীব্র কষ্টে জীবনযাপন করেছেন।

এবার তাদের কষ্ট লাঘবের জন্য আমরা অভাবগ্রস্ত ও গৃহহীনদের মাঝে গরম কাপড় বিতরণের জন্য এ প্রকল্প গ্রহণ করেছি।

এ উদ্যোগের শুরুতে স্বেচ্ছাসেবকরা গত ১১ অক্টোবর রবিবার ছুটির দিনে হ্যালিফ্যাক্স শহরের ‘মিক ম্যাক’ শপিং সেন্টার থেকে ৭০০টি শীতের কাপড় ক্রয় করেছেন।

এছাড়া চলতি ও আগামী মাসজুড়ে কানাডার বিভিন্ন স্থান থেকে আরও শীতের কাপড় সংগ্রহ করা হবে। কাপড় সংগ্রহ শেষ হলে অভাবগ্রস্ত ও গৃহহীনদের মাঝে তা বিতরণ করা হবে।

ইসরাল দুরহালি বলেন, আমাদের আন্তরিক ইচ্ছা রয়েছে এ পরিকল্পনা প্রতি বছর বাস্তবায়ন করার।

উল্লেখ্য যে, কানাডায় সাড়ে ৩ কোটি জনগণের মধ্যে প্রায় ২ শতাংশ মুসলমান।



বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।