ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

মুফতি আব্দুর রহমানের মৃত্যুতে জমিয়তে উলামায়ে ইসলামের শোক

নি‍উজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
মুফতি আব্দুর রহমানের মৃত্যুতে জমিয়তে উলামায়ে ইসলামের শোক

ঢাকা: উপমহাদেশের বিশিষ্ট ফকিহ ও হাদিস বিশারদ,বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক ফক্বিহুল মিল্লাত আল্লামা মুফতি আব্দুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আল্লামা শায়খ আব্দুল মোমিন, সিনিয়র সহসভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, মাওলানা মোস্তফা আজাদ, মুফতি মো: ওয়াক্কাস, মাওলানা শায়খ জিয়াউদ্দীন, মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মহাসচিব মাওলানা নুর হোসাইন কাসেমী,যুগ্ম মহাসচিব সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরী, যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শরফুদ্দীন ইয়াহইয়া, প্রচার উপ কমিটির আহ্বায়ক মাওলানা রুহুল আমীন নগরী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মুফতি নাসির উদ্দীন খান প্রমুখ।
 
মঙ্গলবার রাত পৌনে আটটায় বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মুফতি আবদুর রহমান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯১ বছর।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।