ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

জেদ্দায় ৯ বছর বয়সী বাংলাদেশি হাফেজের সাফল্য

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
জেদ্দায় ৯ বছর বয়সী বাংলাদেশি হাফেজের সাফল্য

৯ বছর বয়সী বাংলাদেশের ছেলে পবিত্র কোরআনে কারিমের হাফেজ আবদুল্লাহ আবদুল কুদ্দুস রজব সৌদি আরবের জেদ্দার সর্বকনিষ্ঠ হাফেজের খেতাবে ভূষিত হয়েছেন। জেদ্দায় অনুষ্ঠিত কোরআনে কারিমের হেফজ প্রতিযোগিতার পর তিনি এই খেতাবে ভূষিত হন।

খবর আখবারটোয়েন্টিফোর.কম।

‘খাইরাকুম’ নামক পবিত্র কোরআনের হেফজ পরীক্ষায় তিনি ৯৬ শতাংশ নম্বর পেয়ে তিনি ওই খেতাবে পেয়েছেন।

হাফেজ আবদুল্লাহ আবদুল কুদ্দুস রজবের পিতা ছেলের সাফল্যে দারুণ খুশি। তিনি বলেন, জেদ্দার আল নাজলাতুল শারকিয়া শহরের আল রাজাহি মসজিদে কোরআন হেফজ করার জন্য দুই বছর পূর্বে আবদুল্লাহকে ভর্তি করা হয়। নতুন অবস্থায় আরবি ভাষা তার জন্য কিছুটা কঠিন মনে হলেও সে ধীরে ধীরে তা শিখতে শুরু করে। কোরআন হেফজের পাশাপাশি আবদুল্লাহ আরবি ভাষা শেখার জন্য মালিক ফয়সাল বিদ্যালয়ে ভর্তি হয়।

আরবি ভাষা শেখার পাশাপাশি আবদুল্লাহ প্রতিদিন পবিত্র কোরআনের দুই পাতা করে হেফজ (মুখস্থ) করা শুরু করে। আর এভাবেই সে অতি দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ কোরআন হেফজ করতে সক্ষম হয়।

জেদ্দার গভর্নর মিশাল বিন মাজেদ বিন আবুদল আজিজ সৌদি আরবের ১ হাজার জন কোরআনের হাফেজকে বিশেষ সম্মাননা প্রদান করবেন। ওই তালিকায় বাংলাদেশের ৯ বছরের হাফেজ আবদুল্লাহ আবদুল কুদ্দুস রজবের নামও রয়েছে।

হাফেজ আবদুল্লাহ আবদুল কুদ্দুস রাজশাহীর বাসিন্দা। তার বাবার কর্মসূত্রে সে জেদ্দা থাকে।



বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এমএ/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।