ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ঢাকা আঞ্জুমানের বিশাল জশনে জুলুছ অনুষ্ঠিত

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
ঢাকা আঞ্জুমানের বিশাল জশনে জুলুছ অনুষ্ঠিত

প্রতি বছরের ন্যায় এ বছরও আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া, ঢাকার উদ্যোগে মঙ্গলবার (২২ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। সংগঠনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।



মঙ্গলবার সকালে মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণ থেকে জশনে জুলুছটি বের হয়। জুলুছ শেষে কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া মাদ্রাসার মাঠে এক নুরাণী মাহফিল অনুষ্ঠিত হয়।

মহাফিলে সভাপতিত্ব করেন হজরতুল আল্লামা আলহাজ সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, হজরতুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ, কেন্দ্রীয় আঞ্জুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মুহাম্মদ মহসিন, জয়েন্ট সেক্রেটারি আলহাজ মুহাম্মদ সিরাজুল হক, ঢাকা আঞ্জুমানের চেয়ারম্যান আলহাজ মোঃ আশরাফ আলী, ভাইস চেয়ারম্যান আলাহাজ মোঃ নুরুল ইসলাম রতন, ট্রেজারার আলহাজ আমির হোসেন, সদস্য মোঃ শাহ্ হোসেন ইকবাল, হাজী নুরুল আমিন, ঢাকা মহানগর গাউসিয়া কমিটির সেক্রেটারি আলহাজ মোঃ আবদুল মালেক বুলবুলসহ কেন্দ্রীয় ও ঢাকা আঞ্জুমানের নেতৃবৃন্দ।

মাহফিলে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য্য তুলে ধরে বক্তব্য রাখেন কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবদুল আলিম রিজভী, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আল-আজহারি, মুফতি মাহমুদুল হাসানসহ দেশ বরেণ্য উলামায়েকেরাম।

মাহফিল পরিচালনা করেন উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক ও হাফেজ মুনিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।