ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

মোনাজাত শেষে ঘরমুখী মুসল্লির ঢল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
মোনাজাত শেষে ঘরমুখী মুসল্লির ঢল ছবি : রানা / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে: বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫১তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

রোববার (১০ জানুয়ারি) মোনাজাত শেষ টঙ্গীর তুরাগ তীরে ঘরমুখী মানুষের ঢল নেমেছে।

যে যেভাবে পারছেন সেভাবেই গন্তব্যে পৌঁছানোর ‘যুদ্ধে’ নেমেছেন।

কেউ যাচ্ছেন ট্রেনের ছাদে, কিংবা পিকআপে, কেউবা বাসের ছাদে, অনেকে আবার হেঁটে। তাদের চোখে মুখে কোনো ক্লান্তি কিংবা উদ্বেগের ছাপ নেই।

পর্যাপ্ত যানবাহন না পাওয়ায় সবার মধ্যেই একটি তাড়াহুড়োর বিষয় লক্ষ্য করা গেছে।

সবাই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তিনদিন ইজতেমায় কাটিয়েছেন, যার পুরোটা জুড়েই ছিল ইসলামী বয়ান শোনা আর জিকির-আসগার।

রোববার বেলা ১১টা ৮ মিনিটে প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়। এবার মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সা’দ।

দীর্ঘ ২৪ মিনিটের মোনাজাত শেষ যা ১১ টা ৩২ মিনিটে। যার পুরোটায় বিশ্বের সব মানুষের মঙ্গল ও শান্তি কামনা করে আল্লাহর দিদার লাভের প্রার্থনা করেন মুসল্লিরা।

ইজতেমা ময়দানসহ সড়ক ও মহাসড়কে অলি-গলি, বাড়ি ও কারখানার ছাদ, তুরাগ নদে নৌকায় বসে, পত্রিকা বিছিয়ে যে যেখানে পেরেছেন বসে দোয়ায় অংশ নেন নানা বয়সী নারী-পুরুষ।

ইজতেমা ময়দানে উপস্থিত হতে না পেরে দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জড়ো হয়ে মোবাইল ফোন ও টেলিভিশনের মাধ্যমে আখেরি মোনাজাতে শরিক হয়েছেন।

মোনাজাত শেষে ইজতেমা ময়দানের চারপাশের রাস্তায় মুসল্লিদের ঢল নামে। যে যার মতো ছুটে চলেছেন নিজেদের গন্তব্যে।

টঙ্গীর সাতাশ এলাকা থেকে শুরু করে আব্দুল্লাহপুর হয়ে উত্তরা পর্যন্ত রাস্তার দু’পাশেই পড়েছে মুসল্লিদের ঢল।

কামার পাড়া থেকে মিরেরবাজার পর্যন্ত দলে দলে ছুটে চলেছন মুসল্লিরা।

সকাল থেকে ইজতেমা এলাকায় কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হয়নি। তাই পায়ে হেঁটেই বাড়ির পথে চলেছেন সবাই।  

রাজধানীর খিলগাঁও থেকে আগত মো. শলিফ আল-মামুন বাংলানিউজকে বলেন, ভাই, সকালে ট্রেনের ছাদে করে এসেছি। ময়দানে প্রবেশ করিনি। স্টেশন রোডের ফুটওভার ব্রিজের পাশেই অবস্থান করেছি। মোনাজাত শেষে ফের ট্রেনে উঠতে হবে। দেরি হলে ট্রেনে ওঠার কোনো সুযোগ পাওয়া যাবে না।

রাজধানীর মিরপুর থেকে এসেছেন আজিজ মোহাম্মদ তমাল। তিনি বলেন, আখেরি মোনাজাত আদায়ের জন্য বোরবার ভোর ৫টায় ইজতেমার উদ্দেশে রওনা দিই। সকাল ১০টায় পৌঁছেছি, এখন বাড়ির দিকে রওনা দিলাম হেঁটেই।

গাজীপুরের কোনাবাড়ী আগত মুসল্লি হানিফ বলেন, শনিবার রাতেই ময়দানে এসেছি। মোনাজাত শেষে যাতে তারাতারি বাড়ি ফিরতে পারি সেই জন্য আগে থেকেই ময়দান ছেড়ে বাইরে অবস্থান করছি। কারণ ভীড়ের মধ্যে রেব হতে অনেক সময় লাগে।

ময়দানের চারপাশের মুসল্লিদের নিরাপদ ও শান্তিপূর্ণ চলাচল এবং ময়দান এলাকায় ত্যাগ করতে পারেন সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরলস কাজ করছেন আইন-শৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশে সয়ম: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এসজেএ/আরএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।