ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ইসলাম

মুক্তাগাছায় আন্তর্জাতিক কেরাত সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৮, ফেব্রুয়ারি ২২, ২০১৬
মুক্তাগাছায় আন্তর্জাতিক কেরাত সম্মেলন

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে মুক্তাগাছা আর কে হাই স্কুল খেলার মাঠে বাংলাদেশ কেরাত সম্মেলন পরিষদের উদ্যোগে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সম্মেলনে সভাপতিত্ব করেন- জামিয়া আরাবিয়া মাখজানুল উলুম মাদ্রাসার মুহতামিম হজরত মওলানা আব্দুর রহমান হাফেজ্জী হুজুর।

এতে উপস্থিত ছিলেন- মিশরীয় ক্বারী শেখ মুহাম্মদ আল মুরিজী, আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থার সহ-সভাপতি ক্বারী শেখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ আমজাদ হোসেন, ক্বারী নাজমুল হাসান, ক্বারী একেএম ফিরোজ, ক্বারী সিদ্দিকুর রহমান, ক্বারী আবু সালেহ মুসা ও ক্বারী মাহদী মুরতাজা প্রমুখ।

সকাল থেকেই সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ক্বারীরা কোরআন তেলাওয়াত করেন।

অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ কেরাত সম্মেলন পরিষদের সভাপতি মুফতি মো. হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, ভবিষ্যতে সারাদেশে এ ধরনের সম্মেলন আয়োজন করা হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন- পীরে কামেল মুফতি আহমাদ আলী, শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক ও পীরে কামেল আল্লামা সাইদ নূর পীর সাহেব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।