ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

১৮০ ভাষায় কোরআন অনুবাদ করে বিতরণ করবে তুরস্ক

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
১৮০ ভাষায় কোরআন অনুবাদ করে বিতরণ করবে তুরস্ক

এবার বিশ্বের প্রচলিত ১৮০টি ভাষায় পবিত্র কোরআনে কারিম অনুবাদ করার সিদ্ধান্ত নিলো তুরস্ক। তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা মাজহার বিলগেইন সরকারের পক্ষ থেকে এ ঘোষণা করেছেন।

খবর অন ইসলামের।

কোরআন অনুবাদের ঘোষণা প্রদানকালে তিনি বলেন, পৃথিবীতে সম্পূর্ণরূপে প্রায় ১৮০টি ভাষা প্রচলিত আছে। তুরস্কের ধর্ম মন্ত্রণালয় এ সব ভাষায় কোরআন অনুবাদ, প্রিন্ট এবং বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তবে কবে নাগাদ এ প্রকল্প শেষ হবে তা জানাননি তিনি। শুধু অদূর ভবিষ্যতে এই লক্ষ্য অর্জনের আশা প্রকাশ করার কথা বলেছেন।

এ পদক্ষেপের মাধ্যমে বিশ্বের অনেক মানুষ পবিত্র কোরআনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন বলে তুরস্ক সরকার মনে করছে।

মাজহার বিলগেইন জানান, বর্তমানে তুরস্ক ইংরেজি, ফরাসি, রাশিয়ান, স্প্যানিশ, কির্গিজ, বুলগেরিয়ান, কাজাখ, বসনিয় ভাষায় ভাষায় কোরআন অনুবাদ, ছাপা ও বিতরণ করছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।