ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

বিশেষ সম্মাননা পাচ্ছেন বাংলানিউজের মুফতি এনায়েতসহ ৯ জন

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মে ৯, ২০১৬
বিশেষ সম্মাননা পাচ্ছেন বাংলানিউজের মুফতি এনায়েতসহ ৯ জন

ঢাকা: বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর ইসলাম বিভাগের সম্পাদক মুফতি এনায়েতুল্লাহসহ ৯ গণমাধ্যমকর্মীকে বিশেষ সম্মাননা দিচ্ছে বিশ্বখ্যাত হিফজুল কুরআনের প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল।

প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজিত দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শেষে সোমবার (৯ মে) এ সম্মাননা দেওয়া হবে।

বিকেলে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।  

মুফতি এনায়েতুল্লাহ ছাড়া আরও যে ৮ সাংবাদিক  সম্মাননা পাচ্ছেন, তারা হলেন- দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক উবাইদ উররহমান খান নদভী, দৈনিক যুগান্তরের সিনিয়র বিভাগীয় সম্পাদক হাফেজ আহমদ উল্লাহ, দৈনিক প্রথম আলোর ধর্মীয় উপদেষ্টা শাইখ মুহাম্মদ উসমান গণি, দৈনিক আমাদের অর্থনীতির সিনিয়র বিভাগীয় সম্পাদক হুমায়ুন আইয়ুব, ঢাকাটাইমসটোয়েন্টিফোর.কম এর সিনিয়র সহ-সম্পাদক জহির উদ্দিন বাবর, টিভি উপস্থাপক ও আলোচক গাজী সানাউল্লাহ, হাফেজ সাইফুল ইসলাম, প্রিয় ডটকম এর প্রিয় ইসলাম বিভাগের এডিটর ইনচার্জ মিরাজ রহমান।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ০৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।