ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ইরানে শেষ হলো অন্ধ হাফেজদের কোরআন প্রতিযোগিতা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মে ১৭, ২০১৬
ইরানে শেষ হলো অন্ধ হাফেজদের কোরআন প্রতিযোগিতা তেলাওয়াত করছেন বাংলাদেশের প্রতিনিধি হাফেজ তানভীর হোসাইন

‘এক গ্রন্থ, এক উম্মাহ’ শিরোনামে ইরানের আওকাফ ও জনকল্যাণ মন্ত্রণালয়ের ১১ মে শুরু হয়েছে ৩৩তম তেহরান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ৭৫টি দেশের ১৩০ জন ক্বারি ও হাফেজ প্রতিনিধি অংশ নিয়েছেন।

প্রতিযোগিতার শেষ দিন আজ।

সপ্তাহব্যাপী আন্তর্জাতিক এই কোরআন প্রতিযোগিতায় প্রথমবারের মতো অন্ধ হাফেজদের জন্য আলাদা একটি বিভাগ ছিলো। অন্ধ হাফেজদের গ্রুপে এক বাংলাদেশি প্রতিনিধিসহ মোট ১৬ জন অংশ নেন।

সোমবার (১৬ মে) অন্ধ হাফেজ গ্রুপের প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। অন্ধ হাফেজদের প্রথম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধি আবদুল গাফুর জুহারচি প্রথম হয়েছেন। আর তুরস্কের প্রতিনিধি আহমাদ সারিকায়া ও তিউনিশিয়ার প্রতিনিধি পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন।

অন্ধ হাফেজ তানভীর হোসাইন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রতিযোগিতায় তার তেলাওয়াতে বিচারকরা মুগ্ধতা প্রকাশ করেন। জন্মান্ধ হাফেজ তানভির হোসাইন ২০১২ সালে সৌদি আরবে অনুষ্ঠিত ৭৩ দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। তার বয়স ১৮ বছর।

দৃষ্টি প্রতিবন্ধীদের কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবেও ছিলেন অন্ধরা। ওই বিচারকদের একজন হলেন ইয়েমেনের অধিবাসী ইয়াহহিয়া মুহাম্মদ আহমদ আল হালিলি।

তিনি শুধু অন্ধদের নিয়ে এ ধরণের প্রতিযোগিতার আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এ ধরণের প্রতিযোগিতা একটি অনন্য পদক্ষেপ। ইরানকে অনুসরণ করে অারও অনেকেই এমন আয়োজনে এগিয়ে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিযোগিতায় অংশগ্র্রহণকারীদের প্রসঙ্গে তিনি বলেন, প্রতিযোগিতায় প্রায় সবাই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন ভালো কিছু করার। তার পরও তাদের মধ্যে এক ধরণের দুর্বলতা ছিলো। আমি আশা করি, এবারের দুর্বলতাকে জয় করে আগামী প্রতিযোগিতায় সবাই আরও ভালো করবে।

ইয়াহিয়া মুহাম্মদ আহমদ আল হালিলি বলেন, আপনি একটু ভাবুন তো! অন্ধদের জীবন-যাপন। তার পরও তারা পুরো কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে। বিষয়টি অবশ্যই হালকা নয়!

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মে ১৭, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।