ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

পবিত্র ওমরা পালন করলেন ফুটবলার ওজিল

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মে ২১, ২০১৬
পবিত্র ওমরা পালন করলেন ফুটবলার ওজিল ছবি: সংগৃহীত

মেসুত ওজিল। বিশ্বে পরিচিত এক জার্মান ফুটবলার।

ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনাল এবং জার্মানি জাতীয় ফুটবল দলে খেলেন। তিনি ২০০৬ সাল থেকে জার্মানির বয়সভিত্তিক দল এবং ২০০৯ সাল থেকে জার্মানি জাতীয় ফুটবল দলে খেলে আসছেন।

ওজিল তার সহজসুলভ খেলার ধরন ও তাৎক্ষনিক চতুরতার জন্য বিখ্যাত। ইসলাম ধর্মাবলম্বী ওজিল একজন ধর্মভীরু হিসেবে বেশ পরিচিত।

এখন ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষ। জাতীয় দলের জার্সি গায়ে ইউরো লড়াই শুরু হবে ১০ জুন। মাঝে হাতে আছে বেশ কিছু সময়। এই সুযোগে অন্যান্য খেলোয়াড়রা যখন অবসর কাটাতে ব্যস্ত, তখন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা মেসুত ওজিল পালন করে নিলেন ওমরা হজ। তার সঙ্গে আরও ওমরা পালন করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটির রিয়াদ মাহরেজ ও ম্যানচেস্টার ইউনাইটেডের আদনান জানুজাজ।

মধ্যপ্রাচ্যের মিডিয়ায় ওজিলের ওমরার খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ হয়।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মুসলিম ফুটবলার ওজিল। জার্মানির এই ফুটবলার তুর্কিশ বংশোদ্ভুত। বর্তমানে ইংল্যান্ডে খেলছেন আর্সেনালের হয়ে। এর আগে খেলেছেন স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে। ইউরোর জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে জার্মানি। সেই প্রাথমিক তালিকায় রয়েছেন ওজিল। জার্মানির বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন এই তারকা স্ট্রাইকার।

২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বে ওজিল ৮টি গোল করার মাধ্যমে বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতা হন।

-খালিজ টাইমস অবলম্বনে

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ২১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।