ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

আশুরার দিন কিয়ামত হওয়ার কথা হাদিসে নেই

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
আশুরার দিন কিয়ামত হওয়ার কথা হাদিসে নেই ছবি: সংগৃহিত

পবিত্র আশুরা দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করতে গিয়ে অনেকে বলে থাকেন, ‘হাদিস শরিফে এসেছে, এই দিনে কিয়ামত সংগঠিত হবে। ’

এই কথাটি সঠিক নয়।

যে বর্ণনায় আশুরার দিন কিয়ামত হওয়ার কথা এসেছে; তা হাদিস বিশারদ ও গবেষকদের সিদ্ধান্ত অনুযায়ী ভিত্তিহীন, জাল।

আল্লামা আবুল ফরজ ইবনুল জাওযি ওই বর্ণনা সম্পর্কে মন্তব্য করেন, ‘এটা নিঃসন্দেহে মওযূ (দুর্বল) বর্ণনা ...। ’ 

হাফেয সুয়ূতি (রহ.) ও আল্লামা ইবনুল আররাক (রহ.)ও তার ওই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছেন। -সূত্র: কিতাবুল মওযূআত: ২/২০২; আল লাআলিল মাসনূআ: ২/১০৯; তানযিহুশ শরিআতিল মরফূআ: ২/১৪৯

হ্যাঁ, তবে জুমার দিন কিয়ামত সংঘটিত হওয়ার কথা সহিহ হাদিসে এসেছে। কিন্তু আশুরা বা মহররমের ১০ তারিখে কিয়ামত সংগঠিত হওয়ার কথা ইসলামি স্কলারদের মতে সম্পূর্ণ ভিত্তিহীন। -সূত্র: তিরমিজি: ২/৩৬২; সুনানে আবু দাউদ: ১/৬৩৪

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
এমএইউ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।