ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

টঙ্গীর তুরাগ তীরে জোড় ইজতেমা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
টঙ্গীর তুরাগ তীরে জোড় ইজতেমা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টঙ্গীর তুরাগ তীরে পাঁচ দিনব্যাপী তাবলীগ জামাতের আয়োজনে শুরু হয়েছে জোড় ইজতেমা। বিশ্ব ইজতেমার আগে প্রতি বছরের মতো এবারও এ ইজতেমার আয়োজন করা হয়।

গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে পাঁচ দিনব্যাপী তাবলীগ জামাতের আয়োজনে শুরু হয়েছে জোড় ইজতেমা।

বিশ্ব ইজতেমার আগে প্রতি বছরের মতো এবারও এ ইজতেমার আয়োজন করা হয়।

শুক্রবার (০২ ডিসেম্বর) ভোর থেকে জোড় ইজতেমা শুরু হয়েছে। আগামী মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুরে মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এ জোড় ইজতেমা।

বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরব্বি মাওলানা গিয়াস উদ্দিন বাংলানিউজকে জানান, শুক্রবার (১৩ জানুয়ারি) শুরু হয়ে রোববার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে জোড় ইজতেমা শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
আরএস/এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।