ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

৬ শর্তে ফার্মগেটে এবার কুতুববাগীর শেষ ওরস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
৬ শর্তে ফার্মগেটে এবার কুতুববাগীর শেষ ওরস কুতুববাগের গেট। ছবি: সংগৃহীত

ঢাকা: ছয় শর্তে কুতুববাগ দরবার শরীফকে এ বছরও ফার্মগেটে বার্ষিক ওরস আয়োজনের অনুমতি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সিটি করপোরেশনের পক্ষে পাঠানো এক মোবাইল মেসেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এর আগে সকালে আর এক মোবাইল মেসেজে জানানো হয়, কুতুববাগের ওরস এখন থেকে ঢাকার বাইরে আয়োজন করা হবে।

কিন্তু সন্ধ্যায় পাঠানো মেসেজ ৬ শর্তের উল্লেখ করে বলা হয়েছে, এ বছরের আয়োজনই হবে ফার্মগেটে কুতুববাগীর শেষ ওরস।

ওরসের সময়ে ও আগে-পরে রাস্তায় গরু-ছাগল রাখ‍া হবে না। আবাসিক এলাকায় মাইক বসানো হবে না। কেবল পার্কের মধ্যেই মাইক সীমিত থাকবে। রাত ১০টার পর মাইক বন্ধ থাকবে। ডিএনসিসির বেঁধে দেওয়া স্থানেই কেবল আলোকসজ্জার ব্যবস্থা করা হবে।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
জেডএম/

** কুতুববাগের গেট খোলা হচ্ছে সন্ধ্যায়, ওরস হবে ঢাকার বাইরে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।