ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

মোনাজাতের পর খুলবে এয়ারপোর্ট সড়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
মোনাজাতের পর খুলবে এয়ারপোর্ট সড়ক পায়ে হে‍ঁটে ইজতেমা মাঠে মুসল্লিরা, ছবি কাশেম হারুন

ঢাকা: বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের পর এয়ারপোর্ট সড়কে যান চলাচল শুরু হবে।

ইজতেম‍ার নিরাপত্তার স্বার্থে ও যানজট কমাতে রোববার (২২ জানুয়ারি) ভোর ৪টা থেকে রেডিসন হোটেলের সামনে থেকে টঙ্গী পর্যন্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখে ট্রাফিক বিভাগ।  

উত্তরা ট্রাফিক জোনের এডিসি হুমায়রা বাংলানিউজকে বলেন, এয়ারপোর্টের যাত্রীদের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি যেতে দেওয়া হচ্ছে না।

মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত এ রাস্তা বন্ধ থাকবে।

শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের। রোববার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতে শেষ হয়।

চার দিন বিরতির পর শুক্রবার (২০ জানুয়ারি) ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্বের। আখেরি মোনাজাতে রোববার (২২ জানুয়ারি) শেষ হবে এবছরের বিশ্ব ইজতেমা।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এমএইচকে/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।