ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

চিকিৎসার জন্য মালয়েশিয়ায় আল্লামা শফী

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
চিকিৎসার জন্য মালয়েশিয়ায় আল্লামা শফী আল্লামা শাহ আহমদ শফী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী নিয়মিত মেডিকেল চেকআপ ও মাইগ্রেনের চিকিৎসার জন্য শনিবার (১৮ ফেব্রুয়ারি) মালয়েশিয়া গমন করেছেন। 

মালয়েশিয়ার কুয়ালালামপুরের প্রিন্সকোট হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা গ্রহণ করবেন বলে জানিয়েছেন হেফাজত আমিরের প্রেস সচিব মাওলানা মুনির আহমদ।

এর আগে ২০১৬ সালের অক্টোবর মাসে একই হাসপাতালে তিনি চিকিৎসা গ্রহণ করেছিলেন।

তখন স্বাস্থ্যগত বড় কোনো জটিলতা ধরা পড়েনি। বর্তমানে মাইগ্রেন চিকিৎসার জন্য তিনি মালয়েশিয়া গিয়েছেন।  

মাওলানা শফীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন, বড় ছেলে মাওলানা ইউসুফ, হাটাহাজারী মাদরাসার শিক্ষক মাওলানা হাফেজ মুঈনুদ্দীন হেফাজত আমীরের একান্ত সচিব মাওলানা শফিউল আলম।  

আল্লামা শফীর সুস্থতা কামনায় পরিবার এবং হেফাজতের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার আবেদন করা হয়েছে।  

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।