ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

সম্মাননা পেলেন ৭ আলেম লেখক

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
সম্মাননা পেলেন ৭ আলেম লেখক সম্মাননা পেলেন ৭ আলেম লেখক

রাজধানীর বাড্ডায় পক্ষকালব্যাপী কিতাবমেলায় নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা সংস্থা মাকতাবাতুল আযহারের উদ্যোগে ৭ আলেম লেখককে সম্মাননা জানানো হয়েছে। 

সম্মাননাপ্রাপ্ত আলেম লেখকরা হলেন- মাওলানা আবদুল গাফফার, মাওলানা জাফর আহমদ, মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া, মাওলানা ড. মুশতাক আহমদ, ইয়াহইয়া ইউসুফ নদভী  ও মাওলানা আবদুল্লাহ আল ফারুক।

কিতাব মেলায় ১২টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বইগুলো হলো- ইয়াহইয়া ইউসুফ নদভীর গল্পে আঁকা ইতিহাস ও আবু গারিবের বন্দি, মাওলানা শরীফ মুহাম্মদের সুপ্রভাত মাদরাসা ও লেখালেখি, মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়ার রচনা সম্ভার, মুফতি মুতিউর রহমানের এ যুগের মাসায়িল, আলী হাসান তৈয়বের আলোর জীবন ফুলেল ভুবন, সালাহউদ্দীন জাহাঙ্গীরের বাংলার বরেণ্য আলেম ও আবদুল্লাহ আল ফারুকের ইতিহাসের মৃত্যুঞ্জয়ী মহাবীর টিপু সুলতান  খোলা চিঠি।

অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল্লাহ আল ফারুক ও গাজী মুহাম্মদ সানাউল্লাহ।  

সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত হাফেজ্জী হুজুর (রহ.)-এর সাহেবজাদা মাওলানা আতাউল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা মসজিদের খতিব মাওলানা ইউসুফ আবদুল মজিদ।

আরও উপস্থিত ছিলেন- শরীফ মুহাম্মদ, মুহাম্মদ যাইনুল আবিদীন, মুফতি এনায়েতুল্লাহ, জহির উদ্দীন বাবর, মাসউদুল কাদির, হুমায়ুন আইয়ুব, সৈয়দ শামসুল হুদা, আলী হাসান তৈয়ব, জিয়াউল আশরাফ, রায়হান মুহাম্মদ ইবরাহীম ও আবদুস সাত্তার আইনী প্রমুখ।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাকতাবাতুল আযহার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো প্রবর্তিত এক লাখ টাকা মূল্যমানের বিশেষ সম্মাননা পদক পেয়েছেন মুফতি মুতীউর রাহমান।

অনুষ্ঠানটি মধ্যবাড্ডার আদর্শনগরে বিকেল ৩টায় শুরু হয়। আর কিতাব মেলা চলবে ৫ মার্চ পর্যন্ত।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।