ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

বুধবার মালয়েশিয়ায় হেফাজত আমিরের অপারেশন, দেশে ফিরবেন পরশু

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
বুধবার মালয়েশিয়ায় হেফাজত আমিরের অপারেশন, দেশে ফিরবেন পরশু সফল অপারেশন, শারীরিক সুস্থতা ও নিরাপদে দেশে প্রত্যাবর্তনের জন্য হেফাজত আমির দেশবাসীর দোয়া চেয়েছেন

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী মাইগ্রেন চিকিৎসার জন্য মালয়েশিয়া অবস্থান করছেন। 

আল্লামা শাহ আহমদ শফী ১৮ ফেব্রুয়ারি মালয়েশিয়া গমন করেছেন। আল্লামা শফী মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত গ্লানিগালস্ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

বুধবার (০১ মার্চ) এই হাসপাতালের নিউরোসার্জারি বিশেষজ্ঞ প্রফেসর জগদ্বীপ নানরার তত্ত্বাবধানে স্থানীয় সময় সকাল ৭টায় আল্লামা শফীর স্নায়ু নার্ভে লেজার অপারেশন হবে।  

হেফাজত আমিরের প্রেসসচিব মাওলানা মুনির আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হেফাজত আমিরের প্রেসসচিব আরও জানিয়েছেন, অপারেশন শেষে বুধবার বিকেলেই আল্লামা শফীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা।  

সফল অপারেশন, শারীরিক সুস্থতা ও নিরাপদে দেশে প্রত্যাবর্তনের জন্য হেফাজত আমির দেশবাসীর দোয়া চেয়েছেন।

সবকিছু পরিকল্পনা মতো সম্পন্ন হলে বৃহস্পতিবার (২ মার্চ) সকালের ফ্লাইটে তিনি বাংলাদেশে ফিরবেন।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।