ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ইসলাম

আলোকিত জ্ঞানী ২০১৭-এর রেজিস্ট্রেশনের সময় বাড়ল

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
আলোকিত জ্ঞানী ২০১৭-এর রেজিস্ট্রেশনের সময় বাড়ল অনুর্ধ্ব ১৮ বছর বয়সী পুরুষরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন

বাংলাদেশে ইসলামি জ্ঞানের সর্ববৃহৎ রিয়েলিটি শো ‘আলোকিত জ্ঞানী ২০১৭’-এর রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে।

রাহাবার মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেকের অনুরোধের প্রেক্ষিতে ইসলামি জ্ঞানের মেগা রিয়েলিটি শো: ‘আলোকিত জ্ঞানী ২০১৭’-এর রেজিস্ট্রেশনের সময়সীমা ৩১ মার্চ ২০১৭ রাত ১২টা পর্যন্ত বাড়ানো হলো।

 

অনুর্ধ্ব ১৮ বছর বয়সী পুরুষরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

ব্যতিক্রমধর্মী ও আকর্ষণীয় এই অনুষ্ঠানটি ২০১৫ সাল থেকে পবিত্র রমজানে প্রতিদিন ইফতারের আগে চ্যানেল নাইনে সম্প্রচারিত হয়ে আসছে।  এরই মধ্যে সর্বমহলে অনুষ্ঠানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

অনুষ্ঠানের অনলাইন মিডিয়া পার্টনার বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

রেজিস্ট্রেশন করতে হলে মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে ALO (স্পেস) নাম (স্পেস) বয়স (স্পেস) জেলার নাম লিখে পাঠাতে হবে 7171 নাম্বারে। ফিরতি এসএমএস’র মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন লাভে সক্ষম হয়েছেন কিনা তা জানানো হবে এবং পরবর্তীতে ওই মোবাইল নম্বরেই লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় জানানো হবে।  

এ ছাড়া নিয়মিত আপটেড পেতে আলোকিত জ্ঞানী পেইজে লাইক দিয়ে একটিভ থাকতে পারেন।

রিয়েলিটি শো’র ১ম পুরস্কার ৩ লাখ টাকা, ২য় পুরস্কার ২ লাখ টাকা ও ৩য় পুরস্কার ১ লাখ টাকা সেই সঙ্গে এই তিনজন পাবেন ওমরা করার সুযোগ। এ ছাড়া সেরা ১০ জনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।  
 
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।