ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

বঞ্চিত ও অসহায়দের পাশে দাঁড়ান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
বঞ্চিত ও অসহায়দের পাশে দাঁড়ান যেসব মানুষ চরমভাবে বঞ্চিত, বিপথগামী ও জনমদুঃখী হিসেবে পরিচিত তাদের পাশে দাঁড়ান

বেশ কয়েকজন নাবালক ছেলেমেয়ে নিয়ে সখিনা বেগমের (ছদ্মনাম) সংসার। জীবনে নানামুখী দুঃখ, কষ্ট ও অশান্তি তার নিত্যদিনের সঙ্গী। স্বামীর সঙ্গে ঝগড়া-ফাসাদ এমনকি হাতাহাতি ও মারামারি প্রভৃতি তার কাছে এখন স্বাভাবিক ব্যাপার।

এমন চিত্র দেখার জন্য খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। নাবালক সন্তানদের নিয়ে কষ্টে কাটানো প্রচুর মানুষ এই সমাজে বাস করেন।

কষ্টের সময় অনেকেরই ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, উচিত-অনুচিত, সঠিক-ভুল এবং সুনাম-দুর্নাম কিছুই মাথায় আসে না।

শত কষ্ট ও দুঃখের মাঝে শুধু সন্তানদের দু’বেলা আহার জোগাড়ের জন্য কখনও অন্যের বাসায় ঝি, আবার কখনও বিভিন্ন ছদ্মবেশ ধারণ, যথা- ভিক্ষুক, বেদে ও চোর প্রভৃতিসহ সমাজের সবচেয়ে নিন্দনীয় ও নিকৃষ্ট কাজটিও করতে দ্বিধা করে না।

এভাবে অনেক গরিব ও অশিক্ষিত মা-বাবা সব কিছু খুইয়ে একমাত্র সন্তানকে মানুষ করেছে। বৃদ্ধ বয়সে মা-বাবা দুর্বল, অসুস্থ ও অক্ষম হওয়ায় সন্তানের আয়ের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হন। কিন্তু ততদিনে বিদ্বান সন্তান ওপর তলার মানুষ। এ অবস্থায় সন্তান মা-বাবাকে না পারে ফেলতে, না পারে পুরোপুরিভাবে মেনে নিতে। সামান্য বিষয় নিয়ে মনোমালিন্য ও ঝগড়া-ফাসাদ প্রভৃতি অশান্তি সংসারে লেগে থাকে।

পরিশেষে বৃদ্ধ মা-বাবা সন্তানের সংসারে অতিরিক্ত ঝামেলা এবং তারা (মা-বাবা) বঞ্চনা, গঞ্জনা ও অশান্তি সইতে না পেরে অবশেষে স্বেচ্ছায় সন্তানের গৃহত্যাগ করে ভিক্ষা পেশাকে বেছে নিতে বাধ্য হয়।  

দুই. টাকা না দিলে পা ছাড়ব না। ১০-১২ বছরের মেয়ে পথচারী যুবকের পা শক্ত হাতে ধরে ওভার ব্রিজের ওপর মিরপুর-১ ঢাকায় ভিক্ষা করছে। এর ৮-১০ হাত আগে আধাবয়সী মহিলা এবং পশ্চিমে ব্রিজের ওপর দাড়ি ও গোঁফেভরা এবং মাথায় উষ্কখুষ্ক চুলওয়ালা পুরুষ মাথা নিচু অতঃপর চুপ করে বসে। পুরুষ-মহিলা উভয়ের গায়ে ময়লা ও ছেঁড়া কাপড় এবং দুর্বল, ক্ষীণ ও রোগা শরীরের অধিকারী। বুঝতে অসুবিধা হলো না- এরাই ওই মেয়ে ভিক্ষুকের মা ও বাবা।

তিন. সুন্দরী তরুণীর বেশ ধারণ। যথা- দৃষ্টিনন্দন ও আকর্ষণ করার মতো পোশাক, হাতে নানা রঙের চুড়ি, নাক, কান ও গলায় হরেক রকমের ইমিটেশনের গয়না ইত্যাদি অতঃপর দাদা-দাদু, ভাই-বোন, নানা-নানু ও চাচা-চাচী প্রভৃতি মিষ্টিমধুর সম্ভাষনসহ দুই-পাঁচ টাকা ভিক্ষা দিন- ঢাকার ভেতর বিভিন্ন বাসে দুইজনের ছোট দলে বিভক্ত হিজড়া যাত্রীদের কাছে ভিক্ষা চাইতে দেখা যাচ্ছে। ওই হিজড়া একবারে যুব এবং সুস্থ ও সবল দেহের অধিকারীসহ বুদ্ধিমানও বটে।  

চার. ট্রেন ও বাসে এতিমখানা, মাদরাসা ও মসজিদের উন্নয়নের কথা বলে যাত্রীদের কাছে মুক্তহস্তে সাহায্য (ভিক্ষা) চাওয়ার ঘটনাও নতুন কিছু নয়।  

আমরা জানি, দেশের বেশিরভাগ ধর্মীয় প্রতিষ্ঠান অন্যদের দেওয়া সাহায্য ও সহযোগিতায় গড়ে ওঠে এবং চালিত হয়। অন্যদিকে নিঃস্ব ও গরিব, যথা বৃদ্ধ ও দুর্বল ব্যক্তিদের এ কাজ (ভিক্ষা) করলেও মানায়।

কিন্তু কেন সুস্থ ও সবল দেহের অধিকারী যুবক জীবন ধারণের জন্য ধর্মকে পুঁজি করে ভিক্ষাপেশা বেছে নেবে?

হিজড়া, যুব ও ধর্মের নামে ভিক্ষাপেশায় নিয়োজিতদের যথাযথভাবে শিক্ষা (স্বশিক্ষা, গুরুর দীক্ষা এবং প্রতিষ্ঠানিক) এবং পর্যাপ্ত প্রশিক্ষণ দানের মাধ্যমে অন্যান্য সবল, সুস্থ ও দক্ষ মানুষের মতো জাতীয় উন্নয়নে শরিকসহ আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা সম্ভব।  

বিশ্বে তথা সমাজ ও দেশের ধনাঢ্য, জ্ঞানী-গুণী, শিক্ষিত, বিদ্বান ও বুদ্ধিজীবী এবং প্রশাসনিক ও রাজনৈতিকভাবে অসীম ক্ষমতাধর প্রমুখ ব্যক্তিগণের প্রতি উদাত্ত আহ্বান, যেসব মানুষ চরমভাবে বঞ্চিত, বিপথগামী ও জনমদুঃখী হিসেবে পরিচিত তাদের পাশে দাঁড়ান। নয়তো কঠিন শোষণ, চরম বঞ্চনা ও গঞ্জনায় কেবলই ধুঁকে ধুঁকে অকাল মৃত্যুর জন্য প্রহর গোনা ছড়া- এসব দুঃখী, বঞ্চিত, নিঃস্ব ও অবহেলিতদের কোনো পথ নেই।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।