ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

শবে বরাতে না'গঞ্জের মসজিদ ও কবরস্থানে আলোকসজ্জা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মে ১১, ২০১৭
শবে বরাতে না'গঞ্জের মসজিদ ও কবরস্থানে আলোকসজ্জা নারায়ণগঞ্জের কবরস্থানে আলোকসজ্জা। ছবি: পারভেজ

নারায়ণগঞ্জ: পবিত্র শবে বরাতে নারায়ণগঞ্জের প্রতিটি মসজিদ ও কবরস্থানকে সিটি কর্পোরেশন ও বেসরকারি ব্যবস্থাপনায় সাজানো হয়েছে। করা হয়েছে আলোকসজ্জাও।

বৃহস্পতিবার (১১ মে) রাতে শহরের মসজিদ ও কবরস্থানগুলো ঘুরে এমন দৃশ্য দেখা যায়। এ ছাড়া দিনটি উপলক্ষে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের বিশেষ নজরদারি দেখা গেছে।

নারায়ণগঞ্জে কবরস্থানে আলোকসজ্জা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার খোরশেদ বাংলানিউজকে জানান, মুসুল্লিরা যেন কবর জিয়ারত করতে গিয়ে কোন সমস্যায় না পড়েন তাই নাসিকের সহায়তায় মাসদাইর কবরস্থান আলোকিত করা হয়েছে। আর সব কবরস্থান ও মসজিদেও আলোকসজ্জা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, মে ১২, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।