ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

বরিশালে ‘ইসলামে নারীর অধিকার’ শীর্ষক আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, মে ২৩, ২০১৭
বরিশালে ‘ইসলামে নারীর অধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানের অতিথি ও আলোচকরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: ‘ইসলামে নারীর অধিকার’ শীর্ষক আলোচনা সভা এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শ্রেষ্ঠ শিক্ষক, কেয়ারটেকার ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ফাউন্ডেশনের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।

উপস্থিত ছিলেন বরিশাল ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক এ কে এম ফজলুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এমএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।