ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

জুমাতুল বিদায় সন্ত্রাস ও সংঘাতমুক্ত বিশ্ব কামনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
জুমাতুল বিদায় সন্ত্রাস ও সংঘাতমুক্ত বিশ্ব কামনা জুমাতুল বিদায় সন্ত্রাস ও সংঘাতমুক্ত বিশ্ব কামনা

ঢাকা: সারাদেশের মতো জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও রমজানের শেষ জুমা জুমাতুল বিদায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জুন) বেলা সাড়ে ১২টা থেকে খুতবা এবং তা শেষে নামাজ অনুষ্ঠিত হয়। এরপর সংঘাতমুক্ত দেশ ও বিশ্ব কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

খুতবা ও নামাজ পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম মুফতি মওলানা মহিউদ্দীন কাশেমী।

দোয়ায় তিনি বলেন, ইসলামের সঠিক পথে আমাদের চলতে হবে। রমজান আমাদের এই শিক্ষাই দিয়ে গেলো। আর কয়েটা দিন পর ঈদ, এই উৎসবের নামে যেন কোনো নোংরামি না করা হয়। শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করবো এটাই প্রত্যেক মুমিন-মুসলমানের দায়িত্ব।

সন্ত্রাস ও সংঘাতমুক্ত বিশ্ব কামনায় তিনি বলেন, আমরা কেউ চাই না সন্ত্রাস, সংঘাত। আল্লাহ আমাদের হেফাজত করুন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত কামনা করছি।

বায়তুল মোকাররম ছাড়াও রাজধানীর মসজিদগুলোতে মুসল্লিদের উপড়েপড়া ভিড় ছিল। এ বছরের রমজানে এটিই শেষ জুমা। এমনিতেই মুসলমানদের কাছে জুমার দিন অত্যন্ত তাৎপর্য, রমজান মসের কারণে এবং বিশেষ করে শেষ জুমার নামাজের দিন হওয়ায় আরও বেশি তাৎপর্যপূর্ণ মনে করা হয়।  

সব মসজিদেই নামাজ শেষে দেশ ও জাতির ঐক্য, কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।