ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ইসলাম

আল্লাহর কাছে সন্ত্রাসমুক্ত দেশ চাইবো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
আল্লাহর কাছে সন্ত্রাসমুক্ত দেশ চাইবো হজযাত্রী-ছবি-বাংলানিউজ

ঢাকা: হজ উপযুক্ত ব্যক্তির জন্য একটি আবশ্যকীয় বা ফরজ ইবাদত। প্রতিবছর দেশ থেকে ল‍াখ লাখ মানুষ হজ পালনে সৌদি আরব যান।

এবছরও ১ ল‍াখ ২৭ হাজার ১শ’৯৮ জন হজযাত্রী মক্কা-মদিনার পূণ্যভূমিতে যাচ্ছেন।

একজন ব্যক্তি হজের মাধ্যমে নিজেকে পরিপূর্ণরূপে প্রভুর হাতে সোপর্দ করেন।

এছাড়া তার জীবনে যেসব ত্রুটি থাকে তা দূর হয়ে যায়। আর এই সুযোগে নিজের পরিবার, দেশের মানুষ এবং দেশের কল্যাণেও আল্লাহর কাছে দোয়া করার সুযোগ হারাতে চান না হজযাত্রীরা।  

শনিবার (১২ আগস্ট) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে নিজেদের এমন ইচ্ছার কথা বাংলানিউজের কাছে প্রকাশ করেছেন অসংখ্য হজযাত্রী।

রাজশাহী থেকে আসা হজযাত্রী ডা. আব্দুল হালিম বলেন, নিজের গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে দোয়া করবো। ক্ষমা চাইবো। এরপর নিজের পরিবার এবং দেশের জন্য দোয়া করবো। আমাদের দেশ যেন সন্ত্রাসমুক্ত হয় তার জন্য আল্লাহর কাছে দোয়া করবো।

হজযাত্রী হেদায়েতুল্লাহ এবং অধ্যাপক আব্দুল আউয়াল বলেন, সবাই যেন দ্বীনের পথে চলে এজন্য দেশ ও জাতির ঈমান আমলের হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করবো।

তারা বলেন, এই জাতি যাতে সফলতা অর্জন করতে পারে সেজন্য দোয়া করবো। আমরা যেন আল্লাহর নির্দেশিত পথে নিজেদের পরিচালনা করতে পারি সেই দোয়া করবো।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
এসআইজে/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।