ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

গাজার হজযাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে রাফা ক্রসিং

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
গাজার হজযাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে রাফা ক্রসিং গাজার হজযাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে রাফা ক্রসিং

দীর্ঘ পাঁচ মাস পর সোমবার (১৪ আগস্ট) আবার মিসর ও গাজা উপত্যকার মধ্যে যোগাযোগ রক্ষাকারী সংযোগ ‘রাফা ক্রসিং’ খুলে দিয়েছে মিসর।

ফিলিস্তিনের গাজার হাজিরা যাতে মিসর হয়ে সৌদি আরব যেতে পারেন- এ জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাফা ক্রসিং হলো ইসরাইলের নিয়ন্ত্রণের বাইরে গাজার সঙ্গে বিশ্বের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ।

 

বছরের অধিকাংশ সময় এটি বন্ধ থাকে। বিভিন্ন উপলক্ষ্যে মাঝে-মধ্যে খুলে দেওয়া হয়।  

চলতি হজ মৌসুমে মাত্র চারদিনের জন্য ক্রসিংটি গাজাবাসীর যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যেই গাজা থেকে হজ কাফেলা মিসর বিমানবন্দর হয়ে সৌদি আরব যাওয়ার সুযোগ পাবে।  

চলতি বছর ২ হাজার ৫০৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য গাজা থেকে সৌদি আরব যাবেন এই ক্রসিং দিয়ে।  

তাদের মধ্যে পাঁচশ হজযাত্রী ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে শাহাদাতবরণকারী শহিদ পরিবারের সদস্য। তারা সৌদি বাদশাহ সালমান বিন আবদুলল আজিজের পক্ষ থেকে সৌদি বাদশাহর বিশেষ মেহমান হয়ে সৌদি আরব যাচ্ছেন হজ পালনের জন্য। তাদেরকে আতিথেয়তা প্রদান করবেন খোদ সৌদি বাদশাহ। এ সংক্রান্ত একটি নির্দেশনাও জারি করেছেন বাদশাহ সালমান।  

পাঁচ মাস ধরে বন্ধ থাকা রাফা ক্রসিং খুলে দেওয়ার প্রথম দিনেই আটশ’ হজযাত্রী সৌদি আরব গেছেন এই ক্রসিং দিয়ে।

-আল আরাবি আল জাদিদ অবলম্বনে

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।