ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

লক্ষ্মীপুরে হামদ-নাত প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
লক্ষ্মীপুরে হামদ-নাত প্রতিযোগিতা লক্ষ্মীপুরে হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমন্ত্রিত অতিথিরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে লক্ষ্মীপুরে হামদ-নাত প্রতিযোগিতা, দোয়া, মিলাদ-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

লক্ষ্মীপুর শিশু একাডেমির আয়োজন শনিবার (০২ ডিসেম্বর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠান।

বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. রেজ্জাকুল হায়দার, শিশু একাডেমির পরিচালনা কমিটির সদস্য আবুল মোবারক ভূঁইয়া, দৈনিক লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক জাকির হোসেন ভুঁইয়া আজাদ ও প্রফেসর আবদুল কাদের।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবদুল্লাহ আল জব্বার। দোয়া ও মিলাদ পরিচালনা করেন জেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ আবুল কাশেম।

শিশু একাডেমিসহ জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা হামদ-নাত প্রতিযোগিতায় অংশ নেয়। পরে প্রতিযোগিতায় বিজয়ী ১২জনের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।