ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

সাতক্ষীরায় শেষ হ‌লো ৩ দিনব্যাপী জেলা ইজ‌তেমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
সাতক্ষীরায় শেষ হ‌লো ৩ দিনব্যাপী জেলা ইজ‌তেমা আখেরি মোনাজাতে মুসল্লিরা

সাতক্ষীরা: মুস‌লিম উম্মাহসহ বিশ্ব শা‌ন্তি কামনা ক‌রে আ‌খেরি মোনাজা‌তের মধ্য‌দি‌য়ে সাতক্ষীরায় শেষ হ‌লো তিন দিনব্যাপী জেলা ইজ‌তেমা।

‌সোমবার (৫ ফেব্রুয়া‌রি) বেলা ১১টায় সাতক্ষীরা শহরতলীর বাকাল মার্কাজ মাঠে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নেন।

মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরুব্বি হাফেজ মাওলানা জুবায়ের।

২০ মি‌নি‌টের মোনাজা‌তে তি‌নি বিশ্বের সুখ ও শা‌ন্তি কামনার পাশাপা‌শি সর্বত্র দ্বীনের দাওয়াত পৌঁছে দি‌য়ে আল্লাহর নৈকট্য অর্জনের আহবান জানান। এ সময় মুসল্লিদের আমিন আমিন ধ্বনি‌তে মুখরিত হয়ে উঠে ইজ‌তেমা প্রাঙ্গণ।

প্রসঙ্গত, গত শনিবার বাদ আছর সাতক্ষীরা শহরতলীর বাকাল মার্কাজ মাঠে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়। ইজতেমায় কোরিয়া, চিন, সিরিয়া, মরক্কো, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ ও সাতক্ষীরার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।