ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ক্রাইম) যুগ্ম-কমিশনার শেখ নাজুমল আলম, বিপিএম (বার), পিপিএম (বার)

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বাছট-বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ক্রাইম) যুগ্ম-কমিশনার শেখ নাজুমল আলম, বিপিএম (বার), পিপিএম (বার)।

শুক্রবার (৩০ মার্চ) জুমার নামাজের ‘শান্তি ভবন’ নামে নতুন ওই ভবনের ভিত্তি স্থাপন করা হয়।  

এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার সভাপতি আব্দুর রশিদ বিএসসি’র সভাপতিত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ক্রাইম) যুগ্ম-কমিশনার শেখ নাজুমল আলম।  

প্রধান অতিথি তার বক্তব্যে ইসলামের নামে সন্ত্রাসবাদ রুখতে এলাকাবাসীর প্রতি পুলিশকে সাহায্যের অনুরোধ জানান।  

তিনি বলেন, মাদ্রাসার প্রস্তাবিত এই শান্তি ভবন দেশের শান্তি এবং অগ্রগতিকে এগিয়ে নিতে ব্যবহার হবে। শান্তির ইসলাম প্রতিষ্ঠায় এই শান্তি ভবন দেশে মাইলফলক হিসেবেও ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।  

মাদকমুক্ত সমাজ গঠনে তিনি এলাকাবাসীকে পুলিশের সঙ্গে একযোগে কাজ করার আহবান জানান।  

সভায় আরও বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক গোলাম হোসেন, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান, ইঞ্জিনিয়ার আবুল বাশার ও মাদ্রাসার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মিজান।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।