ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

রোজার প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, মে ১৮, ২০১৮
রোজার প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায়ের মুসল্লিদের ঢল/ছবি- শাকিল

ঢাকা: পবিত্র মাহে রমজানের প্রথম দিন শুক্রবার (১৮ মে)। এদিন রমজানের প্রথম জুমা হওয়ায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল দেখা গেছে।

শুক্রবার (১৮ মে) রমজানের প্রথম দিনে মুসল্লিদের উপস্থিতিতে বায়তুল মোকাররম কাণায় কাণায় পূর্ণ হয়ে যায়। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে মুসল্লিদের রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে দেখা যায়।

সকালে রাজধানীতে বৃষ্টি থাকলেও বেলা ১২টা নাগাদ বৃষ্টি কমে যায়। এরপরই বায়তুল মোকাররমের বিভিন্ন গেট দিয়ে মুসল্লিরা নামাজের জন্য প্রবেশ করেন। দুপুর ১টা নাগাদ মসজিদের ভেতরে তিল ধারনের জায়গা না থাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা উত্তর গেটের বাইরের সিঁড়ি ও রাস্তায় নামাজ আদায় করেন।   

রমজানের প্রথম দিন জুমা থাকায় জুমার বয়ান ও মোনাজাতে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য দোয়া করেন সবাই।

নামাজ শেষে বিভিন্ন ইসলামী দল ফিলিস্তিনে মুসলমানদের ওপর হামলার ঘটনায় মিছিল ও সমাবেশ করেন।  

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মেম ১৮, ২০১৮
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।