ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

খুলনায় সর্বোচ্চ মিনারের তালাবওয়ালা মসজিদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, জুন ৪, ২০১৮
খুলনায় সর্বোচ্চ মিনারের তালাবওয়ালা মসজিদ ছবি: মানজারুল ইসলাম

খুলনা: ‘আধ্যাত্মিক সম্রাট’ হযরত খানজাহান আলী (রহ.) এর পদস্পর্শে ধন্য খুলনা। আর এ নগরীর প্রাণকেন্দ্রে ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় ‘জামিআ ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা’। মাদ্রাসার মসজিদটির নাম তালাবওয়ালা জামে মসজিদ (পুরাতন তাবলিম মসজিদ) । আর এ মসজিদটিতে রয়েছে খুলনা বিভাগের সর্বোচ্চ মিনার, যার উচ্চতা ২শ’ ২৬ ফুট। মসজিদ ও মিনারটির পুরোটাই সাদা টাইলস দিয়ে তৈরি।

দূর দূরান্ত থেকে এ মিনারটি দেখতে দর্শনার্থীরা এখানে আসেন। মসজিদের তিন পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় সর্বোচ্চ এবং অন্যতম সুন্দর মিনার দেখে মুগ্ধ হন সবাই।

একটি মিনার ছাড়াও মসজিদটিতে রয়েছে চারটি গম্বুজ। এ মিনার থেকে আজানের ধ্বনি ভেসে এলে মুসল্লিরা ইবাদত বন্দেগীর নুরানি জগতে প্রবেশ করতে ছুটে আসেন তালাবওয়ালা জামে মসজিদে।

খুলনা মহানগরীর মুসলমানপাড়ায় অবস্থিত জামি’আ ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার তালাবওয়ালা জামে মসজিদের প্রধান গেইটকে বলা হয় ‘তালাবওয়ালা শাহী গেইট’। মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা এ অঞ্চলের বিখ্যাত দানবীর মরহুম আব্দুল হাকীম জোমাদ্দার।

...
ইসলামের সৌন্দর্যবোধ ও সৌকর্যকে অনুসরণ করে নির্মিত খুলনার জামি’আর জামে মসজিদ। এ মসজিদের সামনে ও পেছনে রয়েছে অসংখ্যা সুপারি ও নারিকেল গাছ। প্রকৃতির এ সৌন্দর্য ও গাছের ছায়া মুসল্লিদের মনে বইয়ে দেয় প্রশান্তির সুবাতাস।

রাতে তালাবওয়ালা শাহী গেইট দিয়ে প্রবেশ করতে বর্ণিল আলোকচ্ছটার বিকিরণ নজর কাড়ে সবার। আঁধারে আলোর রৌশনিতে জামি’আর জামে মসজিদের চারপাশ এক মোহনীয় পরিবেশ তৈরি করে।

২শ’ ২৬ ফুট সুউচ্চ মিনারে রাতে একটিমাত্র উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক বাতি দূর-দূরান্ত থেকেও সবার মন ছুঁয়ে দেয়।

মসজিদটিতে পবিত্র রমজানে দুই ধরনের তারাবির নামাজ হয়। এক হলো ৬ দিনে খতম তারাবি; দুই হলো ২৭ দিনে খতম তারাবি।

মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোশারফ হোসেন জানান, প্রায় দুই হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুন ০৪, ২০১৮
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।