ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

নাটোরে জাকাতের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জুন ৬, ২০১৮
নাটোরে জাকাতের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা বক্তব্য রাখছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা।

নাটোর: নাটোরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দারিদ্র বিমোচনে জাকাত প্রদানে উপযোগী ব্যক্তিদের উদ্বুদ্ধ করতে জাকাতের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (০৬ জুন) বেলা ১১টার দিকে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা।

নাটোর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- আল মাদ্রাসাতুল জামহুরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আকতার হোসেন, নাটোর ইমাম সমিতির সভাপতি আব্দুল খালেক ও ইসলামি চিন্তাবিদ প্রফেসর আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জুন ৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।