ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ষাটগম্বুজ মসজিদে

বাগেরহাট: বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টায়, ৮টা ১৫ মিনিটে ও সকাল ৯টায় মোট ৩টি জামাত অনুষ্ঠিত হয় এ মসজিদে।

প্রথম জামাতে ইমামতি করেন মাওলানা মুফতি মো. আমিরুল ইসলাম।

দ্বিতীয় জামাতে ইমামতি করেন মৌলভী সালেহ আহমেদ ও তৃতীয় জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. হেলাল উদ্দিন।

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম ষাটগম্বুজে ঈদের নামাজ আদায় করেন। এছাড়াও জেলার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মসজিদে ঈদের নামাজ আদায় করেন।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।