ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

হজ ও ওমরাহ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১৮
হজ ও ওমরাহ হজ ও ওমরাহ

সারাবিশ্বের ইসলাম ধর্মাবলম্বীরা প্রত্যেক বছর হজ ও ওমরাহ পালন করেন। তবে হজ ও ওমরাহ’র বেশ কিছু পার্থক্য রয়েছে। 

বাংলানিউজের পাঠকদের জন্য হজ ও ওমরাহ’র বিষয়গুলো আলোচনা করা হলো-

হজ: ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে একবার হজ পালন করা ফরজ। হজ ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ।

হিজরি ক্যালেন্ডারের ১২ তম মাস জিলহজের অষ্টম থেকে তেরোতম দিনে হজ অনুষ্ঠিত হয়। অর্থ্যাৎ হজের সময় সুনির্দিষ্ট। মক্কা শরিফের কাবা, মিনা, আরাফাত, মুযদালিফাহতে নির্ধারিত স্থানে হজ অনুষ্ঠিত হয়। হজের জন্য বিশেষ কিছু আমল রয়েছে। এগুলো হলো- ইহরাম, তাওয়াফ, সাঈ, কোরবানি ইত্যাদি।  

হজের ফরজ তিনটি, ওয়াজিব ছয়টি। ফরজ তিনটি হলো- ইহরাম বাধা, আরাফাতে অবস্থান ও তাওয়াকুফ জিয়ারত।  

শারীরিকভাবে অক্ষম হলে বদলি হজ করা যায়।  

ওমরাহ: সামর্থ্যবানদের জন্য হজ পালন করা ফরজ। কিন্তু ওমরাহ পালন ফরজ নয়। যিনি ওমরাহ পালন করেন তাকে ‘মুতামির’ বলা হয়। হজের মতো ওমরাহের ‍নির্দিষ্ট সময় নেই। হজের নির্ধারিত সময় ব্যতীত অন্য সময়ে ওমরাহ পালন করা যায়। হজের নির্দিষ্ট সময়ের আগে বা পরে ওমরাহ পালন করা যায়। রমজান ও শাওয়াল মাসে ওমরাহ পালন করা উত্তম। হজের মতো ওমরাহ’র কিছু আমল রয়েছে। যেমন- ইহরাম, তাওয়াফ, হলক, কছর ইত্যাদি।  

ওমরাহ’র ফরজ দুটি। ফরজ দুটি হলো- ইহরাম বাধা ও তাওয়াফ।  

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।