ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

হজফ্লাইট বাতিল, জানে না ধর্ম‍ মন্ত্রণালয় 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
হজফ্লাইট বাতিল, জানে না ধর্ম‍ মন্ত্রণালয়  হজক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ধর্মসচিব-ছবি-বাংলানিউজ

ঢাকা: যাত্রী স্বল্পতার কারণে বাতিল হওয়া হজফ্লাইট সম্পর্কে কোনো তথ্যই ধর্ম‍ মন্ত্রণালয়কে জানানো হয়নি। মন্ত্রণালয়কে জানানো হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যেত। আমরা হজফ্লাইটের যেসব তথ্য পেয়েছি সেগুলো সব মিডিয়ার কাছ থেকে পড়ে বা শুনে। 

শনিবার (৪ আগস্ট) রাজধানীর আশকোনা হজক্যাম্পে একথা বলেন ধর্মসচিব মো. আনিসুর রহমান।

আনিসুর রহমান বলেন, আমাদের আগাম তথ্য দিলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারতাম।

এভাবে একের পর এক হজফ্লাইট বাতিল করা লাগতো না। যতটুকু তথ্য আমাদের কাছে আছে সব মিডিয়ার কাছ থেকে নেওয়া। তবে ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অনেক টিকিট অবিক্রিত রয়ে গেছে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটা বিজ্ঞপ্তি দিয়েছিল। এটা মেলানোর জন্য টিকিট আগে-পরে করা যেতো।  

তিনি বলেন, টিকিটের বিষয়ে তথ্য বিনিময় ছাড়া সব কাজে তাদের সঙ্গে আমাদের সমন্বয় আছে।

ধর্মসচিব বলেন, রিপ্লেসমেন্টের জন্য যে পরিমাণ চাওয়া হয়েছে বা দেওয়া হয়েছে আমার মনে হয় না এতো ব্যক্তি এজেন্সির কাছে আছে। আগে ৮ শতাংশ দেওয়ায় প্রায় ৮ হাজার রিপ্লেসমেন্ট হয়েছে। পরে ৭ শতাংশ বাড়ানোর কারণে আরও প্রায় ৭ হাজার হওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে আবেদন এসেছে ২ হাজার ৪৩১টি। এ বিষয়ে আমার যে ধারণা ছিলো আবেদন দেখে সেটিই সঠিক মনে হচ্ছে।

সচিব আরও বলেন, আমাদের এবার আশঙ্কা ছিলো ৪১টি এজেন্সির নয় হাজার যাত্রী হজে যেতে পারবে না। তাদের সঙ্গে গত দুইদিন ধরে আলোচনা করেছি। এখন তাদের সাত হাজার যাত্রীর সব কাগজপত্রের কাজ শেষ হয়েছে। তবে কোনো কোনো এজেন্সির ত্রুটি পেয়েছি, তবে এখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয়। যাত্রীরা হজ পালন শেষে ফিরে এলেই ওই সব এজেন্সিকে ধরবো। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

হজ এজেন্সি অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম বলেন, হজফ্লাইট বাতিল হওয়ায় বিমান যে ক্ষতি দেখিয়েছে, সেটা রেভিনিউ ক্ষতি। বিমান চললে ল‍াভ না চললে লস। আমার মনে হয় না দুইটি এয়ারলাইন্স (সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স) দিয়ে যাত্রী পরিবহন করা উচিত। এখানে আরও এয়ারলাইন্স যুক্ত করা প্রয়োজন বলে আমি মনে করি।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
ইএআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।