ঢাকা, রবিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

রাজধানীতে ঈদের প্রথম জামাত সকাল ৭টায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
রাজধানীতে ঈদের প্রথম জামাত সকাল ৭টায় প্রস্তুত জাতীয় ঈদগাহ। ফাইল ফটো

ঢাকা: পবিত্র ঈদুল আজহায় দেশের প্রধান ঈদ জামাত বুধবার (২২ আগস্ট) সকাল ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে একই জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বায়তুল মোকাররমে এবারের ঈদেরও পাঁচটি জামাতের আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বায়তুল মোকাররমে প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

পঞ্চম ও সর্বশেষ জামাতটি হবে বেলা পৌনে ১১টায়।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের মসজিদ, মাঠসহ বিভিন্ন স্থানে ৪০৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।  

এছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে সাতটায় ঈদের একটিমাত্র জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিক ঈদের জামাত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় সকাল ৮টায় প্রথম এবং সকাল ৯টায় দ্বিতীয় জামাত হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল প্রধান ফটক-সংলগ্ন মাঠে সকাল সাড়ে ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায়, ফজলুল হক মুসলিম হল মাঠে সকাল ৮টায় ঈদুল আজহার জামাত হবে।

এ ছাড়া সকাল ৭টায় দারুস সালামের মীর বাড়ি (মাতবর বাড়ি) আদি জামে মসজিদে, আগারগাঁওয়ের দারুল ঈমান জামে মসজিদে ঈদের জামাত হবে। সকাল সোয়া ৭টায় লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদে ঈদের জামাত হবে।  

সকাল সাড়ে ৭টায় জামাত হবে মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টারে মসজিদ-এ-তৈয়্যেবিয়ায়, খিলগাঁওয়ের পল্লীমা সংসদ ময়দানে, সায়েদাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরিফ জামে মসজিদে, এলিফ্যান্ট রোডের অ্যারোপ্লেন মসজিদ, কল্যাণপুর হাউজিং এস্টেট জামে মসজিদ ও মিরপুর ১২ নম্বর সেকশনের হারুণ মোল্লাহ্ ঈদগাহ, পার্ক ও খেলার মাঠে।  

সকাল ৮টায় লক্ষ্মীবাজারের নূরানী জামে মসজিদে, ধানমন্ডি ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তিনটি জামাত হবে। প্রথম জামাতটি সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাতটি সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামাতটি সকাল সোয়া ৯টায় হবে।

উত্তর কুতুবখালী জামে মসজিদে ঈদের জামাত হবে দুটি। প্রথম জামাতটি সকাল ৭টায় ও দ্বিতীয় জামাতটি সকাল ৮টায় হবে। মতিঝিল আরামবাগের দেওয়ানবাগ শরিফে সকাল ৮টায়, সকাল সাড়ে ৯টায় ও সকাল ১০টায় মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে।  

যাত্রাবাড়ীর মাতুয়াইল দরবারে মোজাদ্দেদিয়ায় সকাল ৮টায় প্রথম জামাত এবং দ্বিতীয় ও সর্বশেষ জামাতটি সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহে প্রস্তুতি শেষ

জাতীয় ঈদগাহে প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে। সেখানে মুসল্লিদের জন্য বোতলজাত পানির ব্যবস্থা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ডিএসসিসির পক্ষ থেকে প্রথমবারের মতো ঈদগাহের বাইরে বোতলজাত পানির ব্যবস্থা করা হবে। মুসল্লিরা মাঠে যাওয়া ও আসার সময় পানি পান করতে পারবেন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।