ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

কানাডার সর্বপ্রাচীন মসজিদে গৃহহীনদের আশ্রয়

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
কানাডার সর্বপ্রাচীন মসজিদে গৃহহীনদের আশ্রয় কানাডার প্রথম মসজিদ ‘আল-রশিদ মসজিদ’

কানাডার এডমন্টন শহরের প্রাচীনতম মসজিদ ‘আল-রশিদ’ সব ধর্মের অভাবী ও গৃহহীনদের আশ্রয়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গত পরশু সেখানকার তাপমাত্রা রাতারাতি -৪৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেলে বাস্তুহারাদের অবস্থা জবুথবু হয়ে যায়। তাই মসজিদ-কর্তৃপক্ষ দ্রুত মসজিদ উন্মুক্ত করে দিয়ে তাদের আশ্রয় দেন। খবর দ্য স্টার এডমন্টনের।

জানা গেছে, বুধবার (০৬ ফেব্রুয়ারি) থেকে দৈনিক তাদের আশ্রয়ের যাবতীয় ব্যবস্থা রাখা হয়েছে। সন্ধ্যা ০৬টা থেকে রাত ১০টা পর্যন্ত আশ্রয়-কার্যক্রম চালু থাকবে।

এডমন্টনের আল-রশিদ মসজিদের যোগাযোগ পরিচালক নুর আল-হিন্দি বলেন, এটি গত দশ বছরে এডমন্টনে আমরা দেখা সবচেয়ে ঠান্ডা রাত। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত আমাদের সেবা-কার্যক্রম অব্যাহত থাকবে। যতদিন তারা মসজিদের আশ্রয়ে থাকবে ততদিন তাদের শীতের কাপড়, খাবার, নাস্তা ও প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র সরবরাহ করা হবে।

আল-হিন্দি আরো বলেন, মসজিদে কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। আরো অন্য গৃহহীনদের আশ্রয় দিতে ও সাহায্য করতে মসজিদ-কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে কিংবা ২১১ নম্বরে ফোন করতে বলা হয়েছে। শহরে গৃহহীনদের নিয়ে সৃষ্ট সংকট কাটাতে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হচ্ছে।

কানাডার জাতীয় জরিপ অনুযায়ী (২০১১ সালে) এডমন্টনের সাড়ে পাঁচ শতাংশ নাগরিক মুসলিম। তারা বেশ কয়েক বছর ধরে শহরের বিভিন্ন ধর্মের গৃহহীনদের সহযোগিতা করে আসছেন। ২০১৬ সালেও গ্রীষ্মে ফোর্ট ম্যাকমুরের আগুন লাগলে তারা সাহায্যের হাত বাড়িয়ে ছিলেন।

প্রসঙ্গত কানাডার প্রথম মসজিদ ‘আল-রশিদ মসজিদ’ প্রতিষ্ঠিত হয় গত শতাব্দীর চল্লিশের দশকে। তখনকার অল্প-কিছু সংখ্যক মুসলিমের নিজস্ব উদ্যোগে। মসজিদটি যখন নির্মাণ করা হয়, তখন কানাডায় মুসলিমের সংখ্যা মাত্র ৬৪৫ জন। এডমন্টনই তখন সর্বাধিক মুসলিম অধ্যুষিত শহর হিসেবে পরিচিত ছিল। সে সময়ে মুসলিমরা নিজেদের আকিদা-বিশ্বাস, ধর্মীয় মূল্যবোধ, সভ্যতা-সংস্কৃতি টিকিয়ে রাখতে এবং নিজেদের সন্তানদের সে অনুযায়ী গড়ে তুলতে মসজিদ নির্মাণের প্রয়োজন অনুভব করেন। অন্যদিকে তখন আবার নামাজ পড়ার জন্য আলাদা নামাজঘরেরও কোনো ব্যবস্থা ছিল না। সে কারণে কানাডার মুসলমানরা তখন বিখ্যাত এ মসজিদটি নির্মাণের কাজ শুরু করেছিলেন।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।