ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

বিশ্ব ইজতেমা ১৫ ফেব্রুয়ারি, চলছে প্রস্তুতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
বিশ্ব ইজতেমা ১৫ ফেব্রুয়ারি, চলছে প্রস্তুতি ইজতেমার ময়দানে

গাজীপুর: আগামী ১৫ ফেব্রুয়ারি শুক্রবার শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। এ উপলক্ষে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে চলছে নানা ধরনের প্রস্তুতি। তাবলীগ জামাত আয়োজিত মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ হলো বিশ্ব ইজতেমা। 

 ইজতেমা ময়দানে গিয়ে দেখা গেছে, ২০১৯ সালে আয়োজিত বিশ্ব ইজতেমা উপলক্ষে পুরোদমে চলছে প্রস্তুতি। মুসল্লিরা নিজ নিজ উদ্যোগে বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক কাজ করছেন।

মুসল্লিরা জমায়েতবন্ধ হয়ে যার যার কাজ ভাগ করে নিচ্ছে। কেউ কেউ বিদ্যুতের কাজ করছে, কেউ প্যান্ডেলের চট সেলাই করছে, কেউ খুটির ওপর চট টানাচ্ছে, কেউ খুঁটি পুতার কাজ করছেন।  

এছাড়া ময়দান পরিষ্কার, মাইক লাগানো, মঞ্চ তৈরিসহ নানা সবই করছেন নিজেদের আগ্রহে। বৃদ্ধ ও যুবকসহ বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মুসল্লিরা বিশ্ব ইজতেমা ময়দান প্রস্তুতির কাজে অংশ নিয়েছেন।  

সব কাজ ১৩ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।  

জামায়েত সাথী সুলতান উদ্দিন জানান, নিজ উদ্যোগে বিশ্ব ইজতেমার ময়দানে এসেছি। টাকা পয়সার জন্য নয়, আল্লাহর জন্য মেহনত করছি। বিদ্যুতের কাজ বুঝি তাই বিদ্যুতের কাজ করছি।  

শরীফুল ইসলাম নামে এক যুবক বলেন- সেচ্ছায় বিশ্ব ইজতেমায় ময়দানে এসে মাইক লাগানোর কাজ করছি। পুরো মাঠে প্রায় ৩০০ মাইক লাগানো হবে। কয়েকজনে ভাগ করে এসব মাইক লাগানোর কাজ করা হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে মাইক লাগানো কাজ শেষ হবে।  

বাংলাদেশ সময়: ০৫৫৪ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি ২০১৯
আরএস/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।